নবীগঞ্জে ‘তারুণ্যের শক্তি’র কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং রক্ত বিষয়ক জ্ঞান অন্বেষণের জন্য নবীগঞ্জে তারুণ্যের শক্তি রক্তদান সংগঠনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমি মিলনায়তনে সংগঠনের সিনিয়র সদস্য এসপি পাবেল আহমেদের সভাপতিত্বে এবং বিপ্রজিৎ দাশ যাদবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুজ্জামান মিয়া, পল্লী চিকিৎসক নারায়ণ দাশ, পল্লী চিকিৎসক কিরণ সুত্রধর, ছোট শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শহিদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক করগাও ইউনিয়নের লিটন দাশ।

এছাড়াও বক্তব্য রাখেন আমিনুল হক নিহাত, সংগঠনের সদস্য সুহান আহমেদ ও মো: আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ফরিদ মিয়া ইতালি প্রবাসী। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য,তারুণ্যের শক্তি রক্তদান সংগঠনটি দীর্ঘদিন থেকে এলাকার মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন ছাড়াও করোনাকালীন সময়ে মানুষের খাদ্য ও চিকিৎসা সামগ্রী দিয়ে মানুষের পাশে থেকেছে।