নবীগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর ও ৬টি গ্রামের আয়োজনে কুশিয়ারা নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনিতে ও বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে। দুর্গাপুর নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। দুর্গাপুর গ্রামবাসীসহ ৬টি গ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৮ টি নৌকা অংশ নেয়। পরে বিজয়ীদের ফ্রিজ, টিভি ও টেবিল ফ্যান পুরষ্কার দেয়া হয়।

প্রতিযোগীতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে, এডভোকেট মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ্র দাশ, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ডা. শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি,এম সালাম,সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান, এম.এ মুহিত, সাংবাদিক ছনি চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. এমরান মিয়া, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, সাংবাদিক বদরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক, ওয়ার্ড মেম্বার খালেদ হাসাদ দুলন প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন নুরুল আমিন, ৫নং ওয়ার্ড মেম্বার আকুল মিয়া,আখদ্দুছ আলী, আলাউদ্দিন সহ এলাকাবাসী। নৌকা বাইচ প্রতিযোগীতা দুপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে।

এতে প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজার জেলার রাজনগর থানার শাহ্ মোস্তফা তরী, ২য় স্থান অর্জন করেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পবন নামের নৌকা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।