নববর্ষে শীতবস্ত্র পেল শান্তিগঞ্জের ১৩৩ পরিবার

ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে নতুন বছরের উপহার হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন পশ্চিম পাগলা ইউনিয়নের চার গণমাধ্যমকর্মী।

সোমবার (১ জানুয়ারি) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে ১৩৩টি শীতার্ত পরিবারের সদস্যদের হাতে ফাইবারের তৈরি বড় সাইজের টেকসই কমফোর্টার তুলে দেওয়া হয়।

গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, জামিউল ইসলাম তুরান, নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করেন তারা।

ক্যাম্পেইনে সাড়া দিয়ে এতে অর্থায়ন করেছেন দেশ-বিদেশে অবস্থানরত অর্ধশতাধিক মানবিক মানুষ। দুই ধাপে পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও এবং ইউনিয়নের ১৩৩টি শীতার্ত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাস এলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাম্পেইন শুরু করি। শীতার্তদের জন্য এমন আহ্বানে সাড়া দিয়ে দেশ ও প্রবাসে থাকা মানবিক মানুষেরা টাকা পাঠিয়ে দেন। সেসব টাকাকে একত্রে করে শীতের কাপড় কেনা হয়। অন্যান্য বছর লেপ বিতরণ করা হলেও এবছর ১৩৩টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নত মানের ফাইবারে তৈরি কমফোর্টার। স্পেন প্রবাসী আতিকুর রহমান আতিক ভাইসহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।