নতুন শো-রুমে অপরাজিতা’স কালেকশনের যাত্রা

অনলাইন ভিত্তিক পোষাক বিক্রির প্রতিষ্ঠান অপরাজিতা’স কালেকশন এর নতুন শো রুমের যাত্রা শুরু হয়েছে। রোববার (১৯ মে) সন্ধ্যায় সিলেটের মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের ২য় তলায় কেক ও ফিতা কেটে এ শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অর্পিতা গুহ সহ প্রতিষ্ঠানটির ক্রেতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অর্পিতা গুহ জানান, এতদিন অনলাইন পোষাক বেচাকেনা করলেও আজ থেকে অপরাজিতা’স কালেকশনের সকল পণ্য এ শো রুমে পাওয়া যাবে। শো রুমে এসে ক্রেতারা তাদের পছন্দনীয় পোষাক কিনতে পারবেন। পোষাকের মান নিশ্চিত করে ক্রেতাদের নিজেদের মন মত ডিজাইন দিয়েও কাস্টমাইজ পোষাক তৈরি করা যাবে।

এদিকে শো রুমে আসা ক্রেতারা বলেন, অপরাজিতা’স কালেকশন থেকে তুলনামূলক কম দামে পোষাক কেনা যায়। বিভিন্ন ডিজাইনের পোষাক পাওয়া যায় এখানে।

মহিলাদের পোষাকের পাশাপাশি এখানে পাওয়া যাবে পুরুষদের কাস্টমাইজড পাঞ্জাবি,ফতুয়া ও ফেমেলি সেট। এছাড়াও হরেক রকমের জুয়েলারি আইটেম সাশ্রয়ী দামে পাওয়া যাবে অপরাজিতা’স কালেকশনে।

উল্লেখ্য, ফেসবুক ভিত্তিক পোষাক বিক্রির এ প্রতিষ্ঠানটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই অপরাজিতা’স কালেকশন