নগরজুড়ে অবস্থান নিল আন্দোলনকারীরা

সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীরা। পাশাপাশি নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

সকাল থেকেই নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, বারুতখানা, সোবহানীঘাট, নয়াসড়ক, উপশহর, মদিনামার্কেট, টিলাগড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রোববার ৪ আগস্ট) বিকেল চারটা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের সশস্ত্র অবস্থান নিতে দেখা গেছে। কিনবিজ্রের দক্ষিণ পাশ ভার্থখলা এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এসময় পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার আন্দোলনকারীরা একই স্থানে অবস্থান নেয়।