সুনামগঞ্জের ধর্মপাশায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন প্রমুখ।