সুনামগঞ্জের ধর্মপাশা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে শ্রী কৃষ্ণের জনাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ধর্মপাশা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ চৌধুী মিঠু, যুগ্ম-সম্পাদক দুলাল চন্দ্র সরকার, মন্দির কমিটির সহ-সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, বৈদিক সনাতন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সুশীল চন্দ্র সরকার, মন্দির কমিটির সদস্য উদয় চন্দ্র সিংহ, অজয় চন্দ্র সিংহ, পাপ্পু চন্দ্র সিংহ, রতিলাল সরকার, সাধন চন্দ্র ঘোষ প্রমুখ।
মঙ্গল শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।