সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৪টি বিদ্যালয়ের লাইব্রেরির জন্য ২ হাজার ১১৬টি বই, শিশুদের বিছানার ১ হাজার ৬৪০টি চাদর, বিদ্যালয় ও গ্রাম পর্যায়ে পরিবেশবান্ধব ২০টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগী সংস্থা পার্টিসিপেটরি একশন ফর রুরাল ইনোভেশন (পারি) এসব সামগ্রী উপকারভোগীদের মাঝে বিতরণ করে।
ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা (এপি) ব্যবস্থাপক সাগর জন কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব।
ওয়ার্ল্ড ভিশন চাইল্ড ফোরামের সদস্য ফারিয়া রহমান রিমকি ও সাধারণ সম্পাদক সেতু আক্তারের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের মো. নাজমুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন কুমার তালুকদার, পারি’র প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার সুমন কুবি, সাংবাদিক সাদ্দাম হোসেন প্রমুখ।