দোয়ারাবাজারে সরকারি নির্ধারিত দুইটি কেন্দ্রে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলা বাজারে ওএমএস’র প্রতি কেজি চাল ৩০ টাকা ধরে বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সদরের বাজারে এ চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সেলিম হায়দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বুট্টু, কাছম আলী, আলীম উদ্দিন প্রমুখ।
জানা গেছে, এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৩ মাস পরিচালিত হবে। দোয়ারাবাজারের দুইজন ডিলার হলেন- উপজেলা পরিষদের সামনে নোহান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ছদরুল ইসলাম, দুলাল মিয়া, আখড়া মার্কেটে ছালমা ট্রেডার্স’র সত্ত্বাধিকারী ছালিক মিয়া, মো. সিরাজ মিয়া।