দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু।
উপস্থিত ছিলেন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুশার কান্তি ভর্মন, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন খান, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক মিয়া, সহ সভাপতি আলাউদ্দিন প্রমুখ।