দোয়ারাবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালন

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোয়ারাবাজার থানার পুলিশ এই আয়োজন করে।

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় থানা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, নুরুল ইসলাম, লালা মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, বরুন চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য জুবরাজ আহমদ, ইউপি সদস্য আব্দুল গফ্ফার, এরশাদুর রহমান, জুয়েল মিয়া, মিজানুর রহমান, সুলতান মিয়া, মোশারফ হোসেন, আহছান উদ্দিন, দোহালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সহ-সভাপতি কামাল পারভেজ, আলাউদ্দিন ও শাহজাহান আকন্দ।

এসময় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।