দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সরকারি সড়কে মাটিকাটার শ্রমিককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্থানীয় জিরারগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
এসময় শহিবুর মিয়া নামের এক মাটিকাটা শ্রমিকের সামনের দুটি দাঁত ভেঙে ফেলে স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র মাহমুদ আলী ও মাহমুদ আলীর পুত্র সালমান মিয়া।
আহত শহিবুর মিয়া স্থানীয় দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রোগীকে সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় শহিবুর মিয়া বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউপি সদস্য এমদাদুল হক চৌধুরী মামুন বলেন, ‘ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আমাকে বিশেষ বরাদ্দ থেকে মুক্তিযোদ্ধা হেলাল খসরু উচ্চ বিদ্যালয় হতে চামতলা মাদরাসা পর্যন্ত সড়কের মাটির ভরাট কাজের দায়িত্ব দেন। আমি মাটি ভরাট ও সলিং কাজে শহিবুরসহ আরও কয়েকজনকে কাজের দায়িত্ব দিলে প্রতিদিনের ন্যায় তারা কাজ করছিল।’
বৃহস্পতিবার সালমানদের বাড়ির পাশে সড়কের কাজ করার সময় বাপ-বেটা মিলে আমার শ্রমিকদেরকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে মুখের দুটি দাঁত ভেঙে ফেলে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘একটা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’