শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমদ, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন খান, উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মনছুরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, প্রাণীসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তাজুল ইসলাম মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ।
এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এদের মধ্যে রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন।