দোয়ারায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‘মজবুত পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে উদ্বোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।

বুধবার (০৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু সালেহীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, ডা. মতিউর রহমান, ডা. মাহফুজুর রহমান, ডা. শরীফুল ইসলাম, ডা. ইশতিয়াক আহমদ শিকদার, দোয়ারাবাজার প্রেসক্লাবে সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ।

এসময় বক্তারা বেশি করে শাকসবজি চাষ করার পরামর্শ দেন।