সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ও নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুদ্দিন আহমদ দোয়ারাবাজার থানা পুলিশের হাতে আটক হয়েছেন। রোববার (২০ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.জাহিদুল হক।
তিনি জানান, গ্রেপ্তারের পর চেয়ারম্যান মো. নুরুদ্দিন আহমদ বিকেলে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ সদরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হোদা মুকুটসহ ৯৯ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা ২ শত জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের মো.হাফিজ উদ্দিন। এই মামলায় উপজেলার দুইজন ইউপি চেয়ারম্যানসহ ৬ জন আসামী গ্রেপ্তারের পর জেল হাজতে রয়েছেন।