দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ২০ টি মহিষ উদ্ধার

সুনমাগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের এক অভিযানে ২০ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজারের উত্তর উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হকের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভারত থেকে চোরাইপথে মহিষগুলো এনে ডিবির সোর্স পরিচয়ধারী আব্দুল হকের বাড়িতে রাখা হয়। খবর পেয়ে শনিবার বিকেলে দোয়ারাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হকের বাড়ি থেকে ২০ টি ভারতীয় মহিষ আটক করে। এসময় আব্দুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পুলিশ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান জানান, বিশেষ অভিযানে জনৈক আব্দুল হকের বাড়ি থেকে ২০ টি মহিষ আটক করা হয়েছে। পলাতক আসামীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।