প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘দেশ এগিয়ে গেলেও একাত্তরের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। এদের রুখতে আ’লীগ নেতা কর্মীরা সচেতন থাকতে হবে’।
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, লক্ষ্মীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমীরুল হক, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা মো. সফর আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, নুরুল ইসলাম, ইলিয়াস আলী, প্রবির কুমার সরকার, উস্তার আলী।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম মাস্টার, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার ছায়াদ, ছালিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, আবুল মিয়া।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন ও শ্রমিক লীগ নেতা নূর উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আমরু মিয়া, সাধারণ সম্পাদক সায়রুজ্জামান সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কামাণ্ডের সভাপতি বশির আহমদ ও সাধারণ সম্পাদক রুহুল ফেরদৌস পুলক প্রমুখ।