বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে হবে। বাংলাদেশ থেকে স্বৈরশাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে। আমরা পূর্ণ গণতন্ত্র চাই। ভোটাধিকার চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। গণমাধ্যমের স্বাধীনতা চাই। গুম, খুন ও বিনাবিচারে হত্যার অবসান চাই, আইনের শাসন চাই, মানবাধিকার চাই, একটি মানবিক বাংলাদেশ চাই। এজন্য তৃনমূল বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি সোমবার (২১ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি কাওছার আহমদ আনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহিউহুছুন্নাহ চৌধুরী নার্জিস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশফিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, মাস্টার রিপন আহমদ, পৌর বিএনপির ১ম যুগ্ম সম্পাদক জামেল আহমদ চৌধুরী প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাহান আহমদ মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাওদুদ হোসেন চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক শাহিউল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, ছাত্রদল নেতা জাকারিয়া শাহজাহান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুহেদ আহমদ, বাঘা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম কালিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির সেলিম, সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, কৃষকদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলেমান আহমদ, সাধারণ সম্পাদক আলী আহমদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ, বিএনপি নেতা জসিম উদ্দিন, মনির আহমদ ও ছাত্রদল নেতা রিপন আহমদ প্রমূখ।