দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: হাবিবুর রহমান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও সভা-সমাবেশ করতে পারছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।

মাওলানা হাবিবুর রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র-জনতার। যাদের জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত সবার সুস্থতা কামনা করছি। তাদের এই আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা-সমাবেশ করতে পারছে। জামায়াতও সেই স্বাধীনতা ভোগ করছে। দীর্ঘ দেড় যুগ পর আমরা আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। সম্মেলন সফলে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবির।

সিলেট জেলা জামায়াতের আমির বলেন, আমাদের শীর্ষ নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতন করা হয়েছে। কিন্তু আমাদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র সফল হয়নি। প্রতিবেশী দেশ নানাভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু এর বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল কুদ্দুস, হাফিজ নাজিম উদ্দিন ও আব্দুল কাইয়ুম।