দেশের ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট : কয়েস লোদী

ফাইল ছবি

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেওয়ার জন্যই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজন।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর কুমারপাড়ার প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে বিভাগীয় পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মাঠে গিয়ে উৎসবমুখর পরিবেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার জন্য সিলেটবাসীকে আহ্বান জানান তিনি।

এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেলসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।