দুর্গাপূজার নিরাপত্তায় আকাশে থাকবে হেলিকপ্টার : ধর্ম উপদেষ্টা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আয়োজন নির্বিঘ্ন করতে দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও বলেন, মাদরাসার ছাত্ররা (পূজা কমিটি যদি চায়) স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। এছাড়াও আগের বছর অনুদান ৩ কোটি টাকা থাকলেও এবার দুর্গাপূজার অনুদান ৪ কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটি তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই চার কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হবে বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা।

অন্যান্য বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশজুড়ে ৩২ হাজার ৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে।