দুই দিনের মাথায় আবারও দিল্লির কয়েকটি হাসপাতালে বোমা হামলার হুমকি এসেছে ইমেইলে। মঙ্গলবার সকালে রাজধানীর চার হাসপাতাল এই হুমকি পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সকালে দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের নিকটবর্তী জিটিবি হাসপাতাল, দাদা দেব হাসপাতাল, হেডগেওয়ার হাসপাতাল এবং দীপ চাঁদ বন্ধু হাসপাতাল কর্তৃপক্ষ ইমেইলে বোমা হামলার হুমকি পায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ দিল্লির দমকল বিভাগকে জানায়। খবর পেয়ে ডগ স্কয়াড ও বোম স্কয়াড নিয়ে আসা হয়। গোটা হাসপাতালজুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত সপ্তাহে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) প্রায় ১৫০ স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ই-মেইলগুলো ‘ভুয়া’ বলে পরবর্তীতে জানায় দিল্লি কর্তৃপক্ষ।
দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর ও আটটি হাসপাতালে বোমা হামলার হুমকি দেওয়া হয় গত রোববার। পরে অবশ্য তল্লাশি অভিযান চালিয়ে কোথাও কিছু পাওয়া যায়নি।