সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকেল চারটায় উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্ত।
সভায় ড. জয়া সেনগুপ্ত প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে। বিএনপিকে দেশের জনসাধারন প্রত্যাখান করেছে, বিএনপির আন্দোলন উন্নয়ন অগ্রগতি কে বাঁধাগ্রস্থ করার আন্দোলন, বিএনপি জামাতকে রুখে দিতে আপনাদের সম্মেলিত সহযোগিতা চাই।
জয়া সেন আরো বলেন, দিরাই শাল্লার এ আসনটি যাতে বিএনপি জামাতের হাতে চলে না যায় এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদের সহযোগিতা নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণবের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শিশির অধিকারীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার , সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, লুৎফুর রহমান মিয়া, অ্যাডভোকেট অবিরাম তালুকদার, মুক্তিযোদ্ধা রাধা কান্ত দাস, শিবলী আহমদ বেগ, ইশতিয়াক হোসেন মঞ্জু , মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, হাসান আলী, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, সৌমেন চৌধুরী , নওশের মনির, আসকর আলী, ছাত্রলীগ নেতা মিহির দাস প্রমুখ।
সিলেট ভয়েস/এএইচএম