সুনামগঞ্জের দিরাইয়ে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা’র সহযোগিতায় উপজেলা ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর সদরস্থ পোস্ট অফিস রোডে এক আলোচনা সভার মাধ্যমে কয়েক শতাধিক শীতার্ত পরিবারকে শীতের কম্বল দেওয়া হয়।
উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সুমন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুমন উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমেদ বাচ্চু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকারিয়া আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মিয়া, উপজেলা তরুণ দলের সদস্য সচিব মাসুদ মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রার্থী হেলাল উদ্দিন, উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক আফাজ মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।