সুনামগঞ্জের দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজিত “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে মুখোমুখি হয় পৌরসভার আয়লাবাজ স্পোর্টিং ক্লাব বনাম করিমপুর ইউনিয়নের নাছির পুর স্পোটিং ক্লাব।
শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে নাছিরপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আয়লাবাজ।
খেলা শেষে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ’র আহ্বায়ক বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হেলু মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা,দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম মরদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, রবীন্দ্র বৈষ্ণব, আবুল কাশেম, লালন মিয়া, কামনাশীষ রায় লিটন প্রমূখ।