সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লা, পৌর মেয়র বিশ্বজিত রায়, তাহের সরদার, করিমপুর ইউপির চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, সাবেক ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, সেবুল রেজা চৌধুরী, কামনাশীষ রায় লিটন, যুবলীগ নেতা লালন মিয়া, কলিম উদ্দিন, সাবেক কাউন্সিলর সবুজ মিয়া, সফিক মিয়া, কামরুল হাসান, ছাত্রলীগ নেতা সায়েল আহমেদ চৌধুরী, রাজীব রায়, আফজাল হোসেন প্রমুখ।
এরপর সন্ধ্যা ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।