সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল বাজারে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ধল উচ্চ বিদ্যালয় মাঠে এই উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মনর মিয়ার সভাপতিত্বে ও তাড়ল ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহিদ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী।
এছাড়াও সমাবেশে বক্তব্য প্রদান করেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুহেল আহমেদ ছইল মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহন চৌধুরী, যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, জেলা পরিষদের সদস্য মোঃ রায়হান মিয়া, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, যুবলীগ নেতা রুবেল সরদার, শাল্লা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রচার করতেই আজকের এই উন্নয়ন ও শান্তি সমাবেশ। আওয়ামী লীগ সরকার শান্তিপ্রিয় সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে বক্তারা বলেন কিছু কুচক্রী মহল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ঠেকাতে চায়।
দেশের উন্নয়নের তুলনায় দিরাই-শাল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, দিরাই-শাল্লার নেতৃত্ব পরিবর্তন দরকার। আওয়ামী লীগে খন্দকার মোশতাকের মত কিছু লোকেরাই আওয়ামী লীগের উন্নয়ন ঠেকাতে চায়। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফনী ভূষণ সরকার, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।