দেশ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগে সুন্নাতে খৎনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী, শিক্ষানুরাগী, বৃহত্তর দশগ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব জনাব ফজলু মিয়া।
অনুষ্ঠানের উদ্বোধনী ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মর্তুজা আলী আমানতপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার মুক্তার আলী, বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া, লালখাঁ, বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিক মৌলভীরগাঁও, মাস্টার নিজাম উদ্দিন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, যুবনেতা আংগুর আলম, সিরাজুল ইসলাম, আশিক মিয়া, রাজু আহমেদ সাজু, সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুর রহমান হাবিব, পানসী গ্রুপের পরিচালক ও সুনামগঞ্জ জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শফিক আহমেদ, সিলেট নগরীর আম্বর খানার বিশিষ্ট ব্যবসায়ি জুনেদ আহমেদ দশগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, যুবনেতা সাঈদ মাহবুব দুলাল, জয়নাল হোসেন, আব্দুল্লাহ আল-আমীন।
সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন শাবলু মিয়া, কাওছার আহমদ, আতিকুর রহমান।
উপস্থিত অতিথিবৃন্দ মানবিক ও মহতি উদ্যোগ গ্রহণের জন্য বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের সাথে জনকল্যাণমুখী কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত রাখবেন বলে আশ্বস্ত করেন।
মানবিক এই কার্যক্রমে যারা দেশ ও প্রবাসে থেকে মানবতার হাত প্রসারিত করে দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
সুন্নাতে খৎনা অনুষ্ঠানে অংশগ্রহণ কারি সকলকে ফ্রী লুঙ্গি, গেঞ্জি, ঔষধ, চিকিৎসাপত্র প্রদান করা হয় এবং তারা পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত তদারকির দায়িত্ব গ্রহণ করেন।