দলীয় নির্দেশনা অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ও বিরোধী পক্ষের হয়ে প্রচারণা চালানোর কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার (১২ জুলাই) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত ভিন্ন দুটি পত্রে তাদের বহিষ্কার করা হয়।
নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়ায় বহিষ্কৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৪নং রামপাশা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমাম উদ্দিন এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দেওকলস ইউনিয়ন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফখরুল ইসলাম মতসিন।
এছাড়া নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দৌলতপুর ইউপি নির্বাচনে বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে বহিষ্কার করা হয়েছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামকে।
অভিযুক্তদের পদ-পদবীর পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।