
বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নুর আলমকে সিলেট জেলা ও মহানগর দলিল লেখক সমিতির উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিনি সিলেট আসলে শুক্রবার (৬ জুলাই) সকালে নগরীর রেজিস্টারি মাঠ কমপ্লেক্সে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ফরিদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এম. ইকবাল হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব নুর আলম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি খুরশেদ আলম বাবুল, সিনিয়র সহ সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি প্রদীপ পাল নিতাই, দলিল লেখক সমিতির মহাসচিব জোবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত খন্দকার, হোসেন খন্দকার, আওলাদ হোসেন, নজরুল ইসলাম, সামছুল হুদা, তোজাম্মেল হোসেন, সালাউদ্দিন, মহিদুল হক, সেলিম, সিরাজুল ইসলাম, নবী হোসেন, হিরন, হিদুজ্জামান, লহিজ।
সিলেট বিভাগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মিয়া বাদশা, মাহমদ আলী, শেখ লোকমান মিয়া, রাশেদুজ্জামান রাশেদ, আপ্তাব উদ্দিন, আবুল হাসনাত, শাহিন আহমেদ, বজলুর রশিদ, আব্দুন নুর, কাওছার আহমদ, আইনুল হক, মুহিবুর রহমান, সেলিম আহমদ, আব্দুল হান্নান, আলী হোসেন, জাহান আহমদ, মইনুল ইসলাম খান, মাহবুবুর রহমান, জিল্লুর রহমান প্রমুখ।