তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। সোমবার (১৩ জুন) বিকেলে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ক্বীন ব্রিজের মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি আব্দুল লতিফ খাঁন। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী বাকশালী সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা দেশের টাকা লুটপাট করতে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ এখন লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করতে ব্যস্ত। জনগণ জেগে উঠলে তারা পালাবার সুযোগ পাবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বদরুল ইসলাম জয়দু, জিলা মিয়া, আত্তর আলী, আজমল আলী, মোস্তফা কামাল, বাচ্চু মিয়া, মনিরুল ইসলাম তুরন আমিনুর রহমান চৌধুরী সিফতা, গুলজার আলী, সুহেল ইবনে রাজা, জেলা জাসাসের রাসেল রানা, যুবদলের বাবর আহমেদ রনি, মকসুদুল করিম নুহেল, স্বেচ্ছাসেবক দলের আব্দুল মালিক, রায়হানুল হক, ছাত্রদলের আবুবকর সিদ্দিক, আবু সালেহ প্রমুখ।