দক্ষিণ সুরমায় ভারতীয় বিস্কুটসহ গ্রেপ্তার ২

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট জব্দ করেছে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ। এসময় ১টি ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাউলী গ্রামের রহমদ আলীর ছেলে মো. আল আমিন (২৮) ও কুশিউড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মোশাহিদ (২৩)।

দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, সোমবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে সুরমা থানাধীন পিরোজপুরস্থ আল-নূর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী মালামাল বহনকারী ১টি ট্রাককে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু এর চালক সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে।

এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৮৮টি খাকি রঙের কার্টনে ১০ হাজার ৫৬০ পিস OREO Sandwich Biscuits জব্দ করা হয়, যেগুলোর প্যাকেটে ইংরেজীতে CRICKET EDITION OREO Choco Cream Flavoured, Mkt by: Mondelez India Foods Private Limited লেখা আছে।

পরে মঙ্গলবার (২৫ অক্টোবর) আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।