‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহীউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমীরুল আলম খাঁন, তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ফাত্তাহ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক বেলাল আহমদ, বলদী আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল ও হাজী গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজির পাড়া মাদ্রাসার সুপার সিরাজুল আম্বিয়া ও গীতা পাঠ করেন রেবতীরমণ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামান্ত। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।