
জনপ্রিয়তা না পাওয়ায় এবং ব্যবহারকারীর সংখ্যা কম থাকার কারণে তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক। এর মধ্যে গত অক্টোবরে কেনা টিবিএইচ (টু বি অনেস্ট) অ্যাপটিও আছে। বন্ধ হতে যাওয়া বাকি দুটি অ্যাপ হলো হ্যালো ও মুভস।
আগামী ৯০ দিনের মধ্যে এসব অ্যাপ ব্যবহারকারীদের সব তথ্য মুছে দেবে ফেসবুক।
এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘আমরা জানি এখনো কিছু মানুষ এসব অ্যাপ ব্যবহার করছেন এবং এগুলো বন্ধ করে দিলে তারা হতাশ হবেন। কিন্তু আমরা মূল কাজের প্রতি অগ্রাধিকার দিতে চাই।’
সূত্র : সিএনএন