
টানা ৫ দিন থেকে সূর্যের দেখা নেই সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চল হিসেবে পরিচিত তাহিরপুর উপজেলায়। টাঙ্গুয়ার হাওয়র, মাটিয়াইন হাওর, শনির হাওরবেষ্টিত এ উপজেলায় ৫ দিন থেকে সূর্যের দেখা না মেলায় জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। বিশেষ করে হাওরবেষ্টিত এ উপজেলার অধিকাংশ মানুষ শ্রমজীবী ও কৃষক হওয়ায় ভোরবেলা তাদের কাজে বের হয়ে ফিরতে হয় সন্ধ্যায়। এমন অবস্থায় ভোগান্তি আরও বেড়েছে। তুলনামূলক বৃদ্ধ ও শিশুরা পড়েছেন বেশি কষ্টে।



সিলেটের আবহাওয়া অফিসের তথ্যমতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। এক-দুইদিন পর শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে শৈত্যপ্রবাহের কোন আশঙ্কা নেই। তাছাড়া চলতি মাসের ২৬-২৭ তারিখে শীতের তীব্রতা আরও কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।



কিন্তু শীত যতই হোক, জীবনের প্রয়োজনে ছুটে চলা মানুষগুলো ছুটে চলেন নির্বিকার। ভোর হওয়ার সাথে সাথেই চলে যান নিজ নিজ কাজে।

সূর্যহীন গত ৫ দিনে তাহিরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষের ছুটে চলার এসব দৃশ্য ধারণ করেছেন সিলেট ভয়েস’র তাহিরপুর প্রতিনিধি আবির হাসান-মানিক।