সুনামগঞ্জের তাহিরপুরে ২০২৩ সালের কিন্ডারগার্টেন অ্যাসোয়িশেন বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন আফরিন জাহান (ভূমি) ও ঊর্মিলা আক্তার। তারা দুজনই উপজেলার সীমান্ত একাডেমির শিক্ষার্থী। আফরিন জাহান (ভূমি) তৃতীয় শ্রেণী ও ঊর্মিলা আক্তার নার্সারী শ্রেণীতে এ বৃত্তি লাভ করেন।
তাদের বাবা চাঁন মিয়া সওদাগর একজন ব্যবসায়ী ও মা বিলকিস আক্তার একজন গৃহিনী।
তাদের এমন কৃতিত্বে সীমান্ত একাডেমির পরিচালক আজহার বাশার ও প্রধান শিক্ষক নজির আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন এ দুই শিক্ষার্থীর অভিভাবক চাঁন মিয়া সওদাগর।
বড় হয়ে আফরিন জাহান (ভূমি) ও ঊর্মিলা আক্তার দুজনই ডাক্তার হতে চান। এজন্য তিনি সবার দোয়া চেয়েছেন।