তাহিরপুরে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫

চলতি বছরে সুনামগঞ্জের তাহিরপুরে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ উপজেলায় পাশের হার ৬৩ দশমিক ৪১ শতাংশ। গতবছর যা ছিল ৬৯ দশমিক শূন্য তিন শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী যা গত বছর ছিল ৩৬ জন।

ফলাফল বিশ্লেষণে দেখাযায়, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাশের হার। এবছর উপজেলায় পাশের হারে প্রতিষ্ঠানের দিক থেকে এগিয়ে আইডিয়াল ভিশন একাডেমি। প্রতিষ্ঠানটির পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। আর ৫টি জিপিএ-৫ নিয়ে উপজেলায় এগিয়ে রয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

অন্যদিকে পাশের হারে সবার পেছনে জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে পাশ করেছে ৪২ দশমিক ১৮ শতাংশ পরীক্ষার্থী। তাছাড়া এ বছর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই জিপিএ-৫ পায়নি।
এদিকে ফলাফল বিপর্যয় ঘটেছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের। প্রতিষ্ঠানটিরও পাশের হার ৫৮ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন শিক্ষার্থী।

এবছর তাহিরপুরে ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজার একশ আঠারো জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গতবছর এই সংখ্যা ছিল ১ হাজার ৯৭৩ জনে।