সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের বাকি আর মাত্র ১ দিন। আগামী ১৭ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর নির্বাচিত করা হবে উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব।
কিন্তু আসন্ন সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীরা যেভাবে উজ্জীবিত হওয়ার কথা তার লেশ নেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলনকে কেন্দ্র করে কোনো প্রস্তুতি সভাও করা হয়নি। ফলে নির্ধারিত তারিখে সম্মেলন হবে কি না এ নিয়ে নেতাকর্মীরা দ্বিধায় ভুগছেন।
কারণ হিসেবে নেতাকর্মীরা জানিয়েছেন, এর আগেও একাধিকবার সম্মেলনের দিনক্ষণ ঠিক করে নানা কারণে পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। সম্মেলন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তাই আগেভাগে কিছু বলা যাচ্ছে না।
তবে আসন্ন সম্মেলনে পদপ্রত্যাশী কয়েকজন নেতা বলেন, সম্মেলন হবে এ নিয়ে আমরা আশাবাদী। কিন্তু দীর্ঘ ৮ বছর পর হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে দায়িত্বশীলদের কর্মকাণ্ডে আমরা হতাশ। এখনও প্রস্তুতি সভাই করা হয়নি। তাই সম্মেলন হওয়া নিয়ে নেতাকর্মীরা দোলাচলে রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, সম্মেলন অবশ্যই হবে। হয়তো বন্যার প্রভাব ও অন্যান্য কারণে নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনায় কিছুটা ভাটা পড়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে দ্রুতই প্রস্তুতি সভা করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজা বলেন, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেরকম উৎসাহ-উদ্দীপনা থাকার কথা তা নেই সত্যি। নানা কারণে এমনটি হতে পারে। এছাড়া তারিখ নির্ধারণ ব্যতীত সম্মেলন নিয়ে জেলা থেকে এখনও পর্যন্ত আমাদের কাছে আর কোনো মেসেজ আসেনি। প্রস্তুতি কমিটিও গঠন করা হয়নি। তবে সাংগঠনিক নির্দেশনা পালন এবং তা বাস্তবায়নে আমরা সবসময় প্রস্তুত আছি।
জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, এর আগে দুয়েকবার তারিখ ঘোষণা করেও প্রাকৃতিক দুর্যোগ ও নানা কারণে শেষ পর্যন্ত সম্মেলন করা সম্ভব হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত তারিখেই অন্য ইউনিটগুলোর মতো তাহিরপুরেও সম্মেলন অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আবুল হোসেন খানকে সভাপতি ও অমল কান্তি করকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অবশ্য সাম্প্রতিক সময়ে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পৃথক ব্যানারে দলীয় নানা কর্মসূচি পালন করছে। এর একাংশের নেতৃত্বে আছেন আবুল হোসেন খান ও অমল কর, অপরাংশে রয়েছেন অধ্যাপক আলী মর্তুজা ও মো. শফিকুল ইসলাম।
সম্প্রতি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দশটি উপজেলা ও তিনটি পৌরসভায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়েছে। আর ১৭ নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঠিক করা হয়েছে।