তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন চায় বেইজিং

‘এক চীন’ নীতি ও তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন চায় বেইজিং। বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে একথা জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যানসি পোলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এ বিবৃতি দিলেন চীনের রাষ্ট্রদূত।

বিবৃতিতে বলা হয়, বেইজিং আশা করে ঢাকা ‘এক চীন’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে।

লি জিমিং বলেন, চীন বিশ্বাস করে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সঙ্গে থেকে কাজ করবে।

বিবৃতিতে লি জিমিং আরও বলেন, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির এই সফর শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার পাশাপাশি উত্তেজনা ও সংঘাত ডেকে আনবে। ফলে সারা বিশ্ব আরও অনিশ্চিত পরিস্থিতিতে পড়তে পারে।

তাইওয়ান সফরকে কেন্দ্র করতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এ অবস্থায় ৬ আগস্ট ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।