বাংলাদেশে পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে ঢাকা ঘুরে যাবেন এই আর্জেন্টাইন।
সোমবার (২৬ জুন) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এই ঘোষণা দেন মার্টিনেজ।
মার্টিনেজ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই, ২০২৩ এ। এই সফর শুরু হবে বাংলাদেশে, সেখানে ফান্ডেডনেক্সট ও নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাবো। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখবো ও অভিজ্ঞতা হবে।’
গত বিশ্বকাপে কাতার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দারুণ সব সেভে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ে যখন স্কোর ৩-৩, তখন র্যান্ডাল কোলো মুয়ানির লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্যভাবে বাঁ পায়ে সেভ করেন তিনি। টাইব্রেকারেও কিংসলে কোম্যানকে রুখে দিয়ে ট্রফি জয়ে অবদান রাখেন মার্টিনেজ।