
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে শব্দ দূষণের দায়ে পর্যটকবাহী ১৭ নৌযানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.রায়হান কবির আদালত পরিচালনা করে শব্দ দূষণের অপরাধে ৩২ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, নৌকায় করে সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানের পর্যটকরা উচ্চ শব্দে সাউন্ড বক্স এবং মাইক দিয়ে গান বাজিয়ে টাগুয়ার হাওর, নীলাদ্রি ও টেকেরঘাটে ঘুরাঘুরি করার কারণে অনেক মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।
পাশাপাশি শব্দ দূষণ হচ্ছে এ জন্য দুপুর থেকে অভিযানে নামে উপজেলা প্রশাসন। নৌকায় গান বাজিয়ে ঘুরতে আসা পর্যটকবাহী ১৭ নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির জানান, উচ্চ শব্দে গান বাজানোর কারণে ১৭ নৌযানকে আমরা জরিমানা করেছি এবং পর্যটকদের আমরা বুঝাচ্ছি টাগুয়ার হাওর এখনও খুলে দেওয়া হয়নি। আমাদের বন্যার দুযোর্গ কেটে গেলে টাঙ্গুয়ার হাওর খুলে দেয়া হবে৷ তখন পর্যটকরা আসলে আর কোনও অসুবিধা নাই। তাবে সকল নিয়মনীতি মেনে টাগুয়া আসতে হবে। না হলে যে কাউকেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে।