জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকার বন্যাদুর্গত অসহায় জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদান করতে ৪৮ বিজিবি সিলেট সেক্টরের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ ডিবিরহাওড় বিশেষ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার গরিব, অসহায় এবং দুঃস্থ ২৬৫ জন (পুরুষ-৯০ জন এবং মহিলা-১৭৫ জন) লোক-কে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও রোগীদের বিভিন্ন সেবা প্রদান করেন বিজিবি সদর সেক্টরের মেডিক্যাল অফিসার মেজর তানভীর খান। বিভিন্ন রোগ বিষয়ে চিকিৎসাপত্র ও সেবা প্রদান করেন ডা. ফাহমিদা জাহান।
এসময় স্থানীয় ডিবির হাওর বিজিবি ক্যাম্পের সদস্যগণ উপস্থিত ছিলেন।