জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮%, জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ রবিবার (১২ই মে) প্রকাশিত হয়েছে।

সারা দেশের ন্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধিনে জৈন্তাপুর উপজেলায় মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ১৮২৫ জন পরীক্ষার্থী এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে মোট ১২৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। সেই হিসেবে উপজেলায় গড় পাশের হার ৬৮.৮৮%। এ বছর জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ জন।

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা ও জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাইদ মোহাম্মদ আবদুল ওয়াদুদ সাক্ষরিত ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এ বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৬টি স্কুল অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৯৫১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২২ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে মোট ৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এ বছর জৈন্তাপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠান থেকে ২০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৭০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো সারিঘাট উচ্চ বিদ্যালয় (কারিগরি)। এই প্রতিষ্টানে ৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় এ বছর ৪টি মাদ্রাসা হতে ১৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩৬ জন। তবে মাদ্রাসা থেকে এ বছরে কেউ জিপিএ-৫ পায় নি।