ইসরায়েলে ব্রিটেনের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেমে স্থানান্তরের কোনও পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্র বলেন, দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে তার পূর্বসূরির পরিকল্পনাকে খারিজ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রের কাছে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে বলেন, ‘সরকারের এমন কোনও পরিকল্পনা নেই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতায় আসার পর ইসরায়েলের তেল আবিব থেকে ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেন। কিন্তু ব্রিটেনের অভ্যন্তরণী ইস্যুতে আইনপ্রণেতাদের চাপে গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা ছাড়াতে বাধ্য হন তিনি। এরপরই দায়িত্ব পান কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক।
উল্লেখ্য, ২০১৭ সালে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়ে বিতর্ক উসকে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একবছর পর তা বাস্তবায়ন হয়। এ নিয়ে ফিলিস্তিনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবরুদ্ধ গাজা উপত্যাকা এবং পশ্চিম তীরে টানা কয়েকদিন বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভ দমনে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের গুলিতে নিহত হন অর্ধশত ফিলিস্তিনি।
১৯৬৭ সালে আরবদের সঙ্গে যুদ্ধে জিতে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পুরো জেরুজালেম শহরটিকে ইসরায়েলি রাষ্ট্রের অংশ হিসাবে ঘোষণা করে।