নেত্রকোনায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য ইউনুস আলীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনা শহরের অজহর রোডে উদীচীর কার্যালয়ের সামনে জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন আটজন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাউদ্দিন, ইউনূসসহ ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করে।
পরে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-২ ওই ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ড দেয়। অন্য মামলায় মামলার অপর দুই আসামি সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
এর মধ্যে সর্বশেষ ২০২১ সালের ১৫ জুলাই রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনিরের ফাঁসি কার্যকর করা হয়।