বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল কর্মসূচির কোন প্রভাব পড়েনি মৌলভীবাজারের জুড়ীতে। উপজেলার কোথাও হরতালের সমর্থনে বিএনপি, জামায়াতের কোন ধরনের কর্মসূচী না থাকলেও মাঠে সরব ছিল আওয়ামী লীগ।
এছাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখতে পাওয়া গেছে। অন্যান্য দিনের মত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুরে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে এ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি সাইরুল আলম,হাসান তারেক।
এ সময় আওয়ামী লীগের সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের হরতালকে জুড়ীর মানুষ প্রত্যাখ্যান করেছে। সবাই যার যার মত দোকানপাট খুলেছে, গাড়ি নিয়ে রাস্তায় হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর বলেন, বিএনপির বেশীর ভাগ সিনিয়র নেতৃবৃন্দ ঢাকায় ছিলেন।অনেকে সকালে এসেছেন, অনেকে আসছেন। তাই পিকেটিং হয়নি।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, হরতালের সমর্থনে কোন ধরনের পিকেটিং হয়নি। আইনশৃংখলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে।