‘নেশা নয় স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’ এই শ্লোগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জনগণের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে শুক্রবার সন্ধ্যায় জাফলং এর রসূলগঞ্জ হিন্দু-মুসলিম ঐক্য পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু-মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রজন্ম জাফলং এর সাধারণ সম্পাদক এরশাদ আলী ও হিন্দু-মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মহির উদ্দিন হৃদয়ের যৌথ পরিচালনায় মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. ফারুক আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি আব্দুস শুক্কুর, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, সূর্য তরুন সমাজ কল্যাণ যুব সংঘের ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, হিন্দু-মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা ইসমাইল আলী, হানিক আলী, মাস্টার ওয়াদুদ, সহ-সভাপতি শৈলেস বিশ্বাস, অর্থ সম্পাদক লব গোয়ালা প্রমুখ।