জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) রাতে নগরীর হাওয়াপাড়াস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর অস্থায়ী কার্যালয়ে রাত ৮টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা জেএসডির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা জেএসডি’র সদস্য সচিব শ্রীমতই দেবী বেবী, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, রফিক মিয়া, জুম্মান খান, রাজ্জাক আলী, আব্দুল কাদির, বলরাম, মোহাম্মদ ইসমাইল, আক্তার মিয়া, নুরুল আমিন, শ্যামলী পাত্র, মুক্তার আলী, চন্দ মিয়া, বেলাল হোসেন, কালা মিয়া, মজনু, কণিকা বিশ্বাস, প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। এছাড়াও চলমান আন্দোলনরত চা শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি একাত্মা প্রকাশ করেন নেতৃবৃন্দ।