আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সিলেট চেম্বার থেকে প্রস্তাবনা প্রেরণের লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক এবং ভ্যাট, বাজেট, কর ও শুল্ক সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ আবু তাহের মো. শোয়েব, অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, কর অঞ্চল-সিলেট এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, উপ কমিশনার (আবগারি ও ভ্যাট) সোলেমান হোসেন, উপ কর কমিশনার আওরঙ্গজেব, সহকারি কমিশনার প্রনয় চাকমা, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বারের কো-চেয়ারম্যান কর আইনজীবী মো. মাজহারুল হক, বিয়ানীবাজার চেম্বারের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, চেম্বার সদস্য হাজী মজলু মিয়া, মো. ফজলুর রশীদ চৌধুরী, টিটু তালুকদার, হাসান কবির চৌধুরী, শাহ মো. নাজমুল ইসলামসহ সাব কমিটির অন্যান্য সদস্যগণ, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, উপ-সচিব আজিজুর রহিম খান, সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার শাহআলম প্রমুখ।
প্রাক বাজেট আলোচনা সভা সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সভায় উপস্থিত বক্তারা।