এবারের বিপিএলে দেশিদের মধ্যে চমক দেখিয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ দলেও। ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৩৬.৬৩ গড়ে ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেছেন তৌহিদ। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
তবে ২২ বছর বয়সী এ ব্যাটার একটু দ্রুতই জাতীয় দলে একটু ডাক পেয়েছেন বলে বিশ্বাস সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এক টুর্নামেন্টের পারফরম্যান্সেই জাতীয় দলে সুযোগ না দিয়ে অপেক্ষা করা উচিত ছিল বলে মনে করেন মাশরাফি।
বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘তৌহিদ হৃদয় ক্যারিয়ারে একদমই শুরুর দিকে আছে। আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। সবাইকে এটা মেনে নিতে হবে। জাতীয় দলে একটা দেশের সেরা পাঁচজন বোলার খেলবে। আমি প্রত্যাশা করছি না, ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রত্যাশায় লাগাম থাকা উচিত। কারণ, ছেলেটাকে খুব দ্রুতই দলে নেওয়া হয়েছে।’
মাশরাফির ভয়, তৌহিদ হৃদয় যদি জাতীয় দলে ভালো না খেলে, তাহলে আবার ছুড়ে ফেলা হতে পারে। লিটন দাস ও নাজমুল হোসেনের উদাহরণ টেনে মাশরাফি বলেছেন, ‘এমন না হয় নিয়ে আবার রান না ফেলে দেওয়া হয়। প্রশ্ন আমরা করি না কেউ কেন আপনি এক টুর্নামেন্ট দেখে নিচ্ছেন, আবার দুই ম্যাচ দেখে বাদ দিচ্ছেন। এ জিনিসগুলো নেওয়ার সময়ও যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে। লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন। দেখেন, প্রচুর চাপ কিন্তু ওরাই নেয়। চাপটা শেষ অবধি কিন্তু ওই খেলোয়াড়ের ওপর চলে আসে।’
তৌহিদকে জাতীয় দলে চাপমুক্ত হয়ে খেলার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, ‘আমি তৌহিদ হৃদয়ের কথা একটু বলবো, ফ্যান্টাসটিক প্লেয়ার, এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। আমি তাকে শুভকামনা জানাই। কিন্তু একই সঙ্গে আমার ক্ষেত্রে বলবো যদি তিনটা-চারটা, পাঁচটা ম্যাচ রান না করে আমি অবাক হবো না। কারণ আন্তর্জাতিক ম্যাচ ইজ আন্তর্জাতিক ম্যাচ। ওখানে অনেক রকম চাপ থাকবে, আমি আশা করবো যে ও চাপমুক্ত খেলুক।’
আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জটাও মনে করিয়ে দিলেন মাশরাফি, ‘আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রথম চার পাঁচ ম্যাচ, সাত ম্যাচ কিন্তু পারফর্ম করা সহজ নতুন খেলোয়াড়ের জন্য জাতীয় দলে। কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে খেলা শুরু করবেন। দিন যত যাবে, তত কঠিন হবে। কারণ কম্পিউটার অ্যানালিস্ট থাকে, আপনার দুর্বল জায়গা চার্জ করবে। আমি আশা করি ও মানিয়ে নিতে পারবে।’